Site icon Jamuna Television

আগুনে পুড়ে ছাই রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তি

আগুনে পুড়ে ছাই রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তি। আগুনে পুড়ে ছাই বস্তিবাসীর সহায় সম্বল ও মাথা গোঁজার ঠাঁই।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে আগুন লাগে বস্তিতে। তাদের পাঁচটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

তবে বস্তির বাসিন্দারা বলছেন, আগুনে সর্বশান্ত হয়ে গেছেন তারা। সহায় সম্বল যা ছিল ভয়াবহ আগুনে সবই পুড়ে ছাঁই। এখন মাথা গোঁজার মত ঠাঁই টুকুও নেই তাদের। সহযোগিতার হাত বাড়াতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

Exit mobile version