Site icon Jamuna Television

খালেদা জিয়ার সাথে বাবুনগরীর কোনো বৈঠক হয়নি: হেফাজত

খালেদা জিয়ার সাথে জুনাইদ বাবুনগরীর কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে স্বীকারোক্তি আদায়ের নামে পুলিশ মিথ্যাচার করছে বলে অভিযোগ সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ পত্রে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম বলেন, দুয়েকটি গণমাধ্যম পুলিশের বক্তব্য দিয়ে এধরনের সংবাদ পরিবেশন করেছে।

তিনি আরও দাবি করেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বকে কলঙ্কিত করতে মুফতি ফখরুল ইসলামের কাছ থেকে পুলিশ মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে। দেশবাসী এমন মিথ্যা স্বীকারোক্তি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

Exit mobile version