
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র রবিন কুমার হালদার প্রাণঘাতী ‘লিউকোমিয়া’য় আক্রান্ত। তার সাহায্যে এগিয়ে আসার অনুরোধ পরিবারের।
লিউকোমিয়া এক ধরণের ব্লাড ক্যান্সার। জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে খরচ পড়বে প্রায় ১৮-২০ লাখ টাকার মত।
কিন্তু মুদি দোকানদার বাবার পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব। রবিনের পরিবার সমাজের সামর্থ্যবান মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

রবিনের পরিবারের বিনীত অনুরোধ, এই মেধাবী শিক্ষার্থীর সুস্থতায় সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের একটু ভালোবাসা আর দোয়া এই মুহূর্তে ভীষণ প্রয়োজন।
সাহায্য পাঠানোর মাধ্যম-
বিকাশ
রাইসুল ইসলাম (শিক্ষক)
০১৯১১-১১১০১৬
জুলিয়া তানহা (বন্ধু)
০১৬৩০-৯৮১৯০৬
চপল রহমান (বন্ধু)
০১৯৭-৪৮৬৪৮৪২
রকেট-
মাসুম বিল্লাহ (বন্ধু)
০১৫২১-৫০২১৩৫০
নগদ-
আশিকুজ্জামান (বন্ধু)
০১৭৫৯-১৩১৯৯১
ব্যাংকে সাহায্য পাঠাতে
Md. Raisul Islam (শিক্ষক)
Branch: Johnson Road
A/C No.: 2803192486001
Routing No.: 22527325
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply