Site icon Jamuna Television

লাখ লাখ শিশুর ডাটা চুরির অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা

লাখ লাখ শিশুর ডাটা চুরির অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা

লাখ লাখ শিশুর তথ্য ব্যবহারের অভিযোগে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শিশুদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও, লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গোপনে সংরক্ষণ করেছে টিকটক। যার বেশির ভাগই যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলোর শিশু। এসব শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, শিশুদের থেকে তথ্য নেয়া এবং ব্যবহারের বিষয়ে কিছুই জানে না ভুক্তভোগীর পরিবার। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে টিকটক কর্তৃপক্ষ। আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version