Site icon Jamuna Television

কুমিল্লা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ মিললো লামায়

কুমিল্লা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ মিললো লামায়

কুমিল্লার দেবিদ্বার থেকে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ অলিউল্লাহ স্বাধীনের মরদেহ বান্দরবানের লামা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতরাত ২টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শিংঝিড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ মার্চ মাদরাসা ছাত্র স্বাধীন বেড়ানোর কথা বলে তার ফুফাতো ভাই আরিফুলের সাথে বের হয়। এরপর থেকে তাদের খোঁজ মিলছিলো না। এ ঘটনায় দেবিদ্বার থানায় জিডি করে স্বাধীনের পরিবার। এরপর তাদের খোঁজে মাঠে নামে পুলিশ। বান্দরবানের লামা থেকে আটক করা হয় স্বাধীনের ফুফাতো ভাই আরিফুল ও ফয়েজ আহমেদ আরেক ব্যক্তিকে। তাদের দেয়া তথ্য অনুযায়ী শিংঝিড়ি এলাকার গহীন পাহাড়ে মাটিচাপা দেয়া অবস্থায় স্বাধীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version