Site icon Jamuna Television

পাল্লেকেলে টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ

পাল্লেকেলে টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ

নাজমুল শান্তর অভিষেক সেঞ্চুরি আর তামিম ইকবালের ৯০ রানের ইনিংসে পাল্লেকেলে টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথম দিনে মুমিনুলদের সংগ্রহ ২ উইকেটে ৩০২।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই দুই বাউন্ডারি হাঁকান তামিম। তবে বিশ্ব ফার্নান্দোর বলে খাতা খোলার আগেই লেগ বিফোরে ফেরেন সাইফ হাসান। ৫৩ বলে ১০ চারে দ্রুত ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৮ রানে প্রথম উইকেট হারাবার পর শান্তকে সাথে করে শতরানের জুটিও গড়েন তামিম।

তবে ৯০ রানে বিশ্ব ফার্নান্দোর বলে মনসংযোগ হারান তামিম। ভাঙ্গে ১৪৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। মুমিনুল করেন ফিফটি। এ দু জনের হার না মানা ১৫০ রানের জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।

Exit mobile version