Site icon Jamuna Television

রফিকুল ইসলাম মাদানীর আরও দুই দিনের রিমান্ড

‘শিশু বক্তা’ রফিকুল মাদানী আটক

গাজীপুর প্রতিনিধি:

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া বিতর্কিত শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আরও একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জিএমপি বাসন থানার একটি মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক কলিন্দ্রনাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন। গোলদার জানান, বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে যুবলীগ কর্মী মোস্তাফিজুর রহমান বাসন থানায় ১১ই এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বাসন থানা পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল নাহার এর বেঞ্চে এ রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে তিনি ফের কাশিমপুর কারাগারে রয়েছেন।

Exit mobile version