Site icon Jamuna Television

৫৩ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন

৫৩ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন। বালি দ্বীপের উত্তর উপকূলীয় অঞ্চলে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়।

কেআরআই নানগালা-ফোর জিরো টু নামের ওই সাবমেরিনের খোঁজে চলছে তল্লাশি। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জানান, বুধবার সকালে নিয়ন্ত্রণ-কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় জার্মানির তৈরি সাবমেরিনটির। এসময় বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থান করছিলো ডুবো জাহাজটি। সাবমেরিন তল্লাশির জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। দেশটির নৌবাহিনীতে ৫টি সাবমেরিন রয়েছে।

Exit mobile version