Site icon Jamuna Television

বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ডাক্তার মোশায়েব রহমান ও তানজানা মাহিনুর নামে এই দম্পতির ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে জানানো হয়, বিমানবন্দরে তল্লাশিকালে ওই চিকিৎসক দম্পতির একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও বিমানে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়া হয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version