Site icon Jamuna Television

অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন রুটেও চলছে বিমানের ফ্লাইট

অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন রুটেও চলছে বিমানের ফ্লাইট। ৫টি দেশে ২৩টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে আজ।

বৃহস্পতিবার সকাল বেশ কিছু ফ্লাইট ছেড়ে গেছে। গতকাল পর্যন্ত ৭১টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৭ জন ঢাকা ছেড়েছেন। আর এখন পর্যন্ত ৬৬টি ফ্লাইটে ৫টি দেশ থেকে ১৪’শ যাত্রী দেশে এসেছেন।

এদিকে, অভ্যন্তরীণ ৬টি রুটে নভোএয়ারের ১১টি ও ইউএস বাংলার ১০টি ফ্লাইট চলাচল করবে। আজ বিভিন্ন দেশে থেকে আসা ৪৭৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান বিমানবন্দর পরিচালক।

ইউএইচ/

Exit mobile version