Site icon Jamuna Television

মেট্রোরেলের ৬টি কোচ ঢাকায়, প্রথমটি নেয়া হয়েছে উত্তরা ডিপোতে

মেট্রোরেলের ৬টি কোচ ঢাকায় এসে পৌঁছেছে। ৬টি কোচের মধ্যে প্রথমটি উত্তরার ডিপোতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তুরাগ ডিএমটিসিএল জেটি থেকে কোচটি ডিপোতে নেয়া হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বাকি কোচগুলোও ডিপোতে নেয়া হচ্ছে। এরপর ১৯টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে কোচ গুলো চালু করা হবে।

গতকাল মেট্রোরেলের প্রথম সেট ট্রেন তুরাগ ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছায়। মেট্রোরেলের দ্বিতীয় সেট ট্রেন নিয়ে জাপানের কোবে বন্দর থেকে জাহাজ গতকালই মোংলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version