Site icon Jamuna Television

গোপন রাখার শর্তে করোনা টিকার ফর্মুলা দেবে রাশিয়া

কোভিড ভ্যাকসিন উৎপাদনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি জানান, ফর্মুলা গোপন রাখার শর্তে রাশিয়ার টিকা বাংলাদেশে প্রস্তুতের জন্য এই সমঝোতা হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সমঝোতা চুক্তি অনুযায়ী বাংলাদেশ তৃতীয় দেশে কোভিড ভ্যাকসিন রফতানি করতে পারবে।

বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে মন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের সব মানুষকে কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে ভারতের পর রাশিয়া এবং চীনের ভ্যাকসিন সরবরাহের প্রক্রিয়া চলছে।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সম্মিলিত করোনা ভ্যাকসিন স্টোরেজের প্রস্তাব করেছে চীন। করোনাভাইরাসের ভয়াবহতার কথা চিন্তা করে এই অঞ্চলের মানুষের জরুরি গুরুত্ব বিবেচনায় চীনের এই উদ্যোগের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

ইউএইচ/

Exit mobile version