Site icon Jamuna Television

লকডাউনে প্রাইভেটকারে ফেন্সিডিল সার্ভিস, আটক ২

পাবনা প্রতিনিধি:

পাবনার আমিনপুর থানায় পুলিশের অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল ও লকডাউনে মাদক বিক্রয়ে ব্যবহৃত প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে আমিনপুর থানার কাজিরহাট ফেরিঘাট এলাকার বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ৩৯০ বোতল ফেন্সিডিল, একটা প্রিমিও ২০০৮ মডেলের প্রাইভেটকারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের মহসিন মণ্ডলের ছেলে ওয়াসিম আকরাম (২২) ও মুন্সিগঞ্জে সদর থানার মৃত কবির মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৫)। গ্রেফতারকৃতরা কুষ্টিয়া থেকে পাবনার কাজিরহাট ফেরিঘাট হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির কাজে নিয়জিত একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ ৩৫-২১৪৩) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আমিনপুর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ইউএইচ/

Exit mobile version