Site icon Jamuna Television

নগদ টাকা পেয়ে খুশি প্রতিবন্ধী ব্যক্তিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫ শত টাকা করে উপহার দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। এই উপহারের টাকা হাতে পেয়ে খুশি প্রতিবন্ধী ব্যক্তিরা।

এ বিষয়ে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি মো. হেদায়তুল আজিজ মুন্না বলেন, করোনা সংকটের এই দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবন্ধী ব্যক্তিদের ঘরে ঘরে উপহার ও নগদ ৫০০ টাকা অনুদান প্রদান কার্যক্রম সফলভাবে শেষ করতে সক্ষম হয়েছি।

তিনি প্রতিবন্ধীবান্ধব ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএইচ/

Exit mobile version