Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক আকায়েদের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক আকায়েদের যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্কে পাইপ বোমা বিস্ফোরণ ঘটানো বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন যুক্তরাষ্ট্রের আদালত।

২০১৭ সালের ১১ ডিসেম্বর, টাইমস স্কয়ার স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটান এ যুবক। বৃহস্পতিবার ম্যানহাটন ফেডারেল বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের সাজা দেন। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে যাবজ্জীবন সাজা ২৫ বছর। ফলে যতোদিন বাঁচবেন ততোদিন তাকে জেলেই কাটাতে হবে।

আকায়েদের দাবি, আত্মহত্যার লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটান তিনি। কাউকে হত্যার উদ্দেশ্য ছিলো না। ব্যস্ত সময়ে টাইম স্কয়ারে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমা’র বিস্ফোরণ ঘটান আকায়েদ। এ ঘটনায় ৪ জন আহত হয়।

পুলিশের দাবি, জঙ্গিগোষ্ঠী আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে এ হামলা চালান তিনি।

Exit mobile version