Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নিহত

রাজশাহীর বাগমারায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে হাবিল কাজী নামের এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে।


বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাতে উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে মারামারির ঘটনা ঘটে।


পুলিশের ভাষ্যমতে, আজিমুদ্দীনের সঙ্গে প্রতিবেশী সেফাতুল্লাহর জমি নিয়ে কোন্দল চলে আসছিলো। গতরাতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে মাথায় আঘাত পেয়ে হাবিল কাজী ঘটনাস্থলেই মারা যান। উভয়পক্ষের আহত হন আজিমুদ্দীন কাজী , আব্দুর রাজ্জাক , জুয়েল রানা ও মুনছুর রহমান। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।

Exit mobile version