Site icon Jamuna Television

আরমানিটোলায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪, আহত অন্তত ২১

আরমানিটোলায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪, আহত অন্তত ২১

রাজধানীর আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। নিহতরা হলেন, ওই ভবনের নিরাপত্তা কর্মী রাসেল মিয়া, ওলিউল্লাহ ও ভবনের চারতলার বাসিন্দা কলেজছাত্রী সুমাইয়া।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কয়েক ঘণ্টা পর তারা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাস্থলে মারা যান নিরাপত্তা কর্মী রাসেল মিয়া।

এসময় ওই ভবনের বিভিন্ন তলার বাসিন্দারা আটকে পড়েন। তারা ছাদে গিয়ে আশ্রয় নেয়। এর মধ্যে বেশ কয়েক জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সুমাইয়া নামে ইডেন কলেজের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মারা যান।

সকালে ভবনের ছাদের একটি রুম থেকে উদ্ধার করা হয় আরেক নিরাপত্তা কর্মী ওলিউল্লার মরদেহ। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের ৩ কর্মীও। চার সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

Exit mobile version