Site icon Jamuna Television

ডিএসইতে প্রি-ওপেনিং ও পোস্ট-ক্লোজিং সেশন পুনরায় শুরু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও শুরু হয়েছে প্রি-ওপেনিং ও পোস্ট-ক্লোজিং সেশন।

বৃহস্পতিবার(২২ এপ্রিল) পরীক্ষামুলকভাবে সকাল ৯টা ৪৫ মিনিটে এটি শুরু হয়। প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন হয় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত। এ সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার ক্রয় বা বিক্রয় আদেশ দিতে পারেন।

এ সেশনে আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয়। সর্বোচ্চ সংখ্যক ক্রেতা ও বিক্রেতা যেই প্রাইসে থাকবে সেটাই হবে ওপেনিং প্রাইস। নিয়মিত সময়ে গিয়ে ওপেনিং প্রাইসে লেনদেনটি সম্পন্ন হবে। পরবর্তীতে স্বাভাবিক নিয়মে নিয়মিত সেশনটি চালু থাকবে। এদিকে দুপুর সাড়ে ১২টায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হয় ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত ক্লোজিং ও পোস্ট-ক্লোজিং সময় ধরা হয়েছে। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার ক্রয় বা বিক্রয়ের সুযোগ পাবেন।

Exit mobile version