Site icon Jamuna Television

ছেলের নাম জানালেন মুশফিক

গত ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাবা হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। তখন দোয়া চেয়ে বলেছিলেন, শিগগিরই ছেলের নাম জানাবেন।

আজ সোমবার ফেসবুকে ছেলের নাম প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। নাম রেখেছেন ‘মো. শাহরোজ রহিম মায়ান’।

ছেলেকে কোলে নেয়া একটি ছবি আপলোড করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামুআলাইকুম। আপনাদের সঙ্গে আমার ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম মো. শাহরোজ রহিম মায়ান। তার জন্য সবাই দোয়া করবেন।’

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ২০১৪ সালে জান্নাতুল কেফায়াত মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। মুশফিকুর রহিম তিন ফরম্যাটেই জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version