Site icon Jamuna Television

আশুলিয়ায় শিশু খুন, আসামী গ্রেফতার

আশুলিয়ায় নিজ ঘরে ৮ বছরের শিশু সাজ্জাত হোসেন হত্যার ঘটনায় প্রতিবেশী রিপন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছে রিপন। 

পুলিশ আজ শুক্রবার(২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেন।  

পুলিশ জানায়, টাকা পয়সা লুট করতেই প্রতিবেশী রিপন ঘরে প্রবেশ করে। এরপর সে মালামাল হাতিয়ে নেয়। ঠিক এ সময় শিশু সাজ্জাত তাকে দেখে ফেলায় তাকে হত্যা করে মৃতদেহ ফলস ছাদে লুকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

এ ঘটনায় নিহত শিশুর বাবা ইউসুফ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করে।

Exit mobile version