Site icon Jamuna Television

“উইঘুর মুসলিমদের হত্যায় মেতেছে চীন”; ব্রিটিশ পার্লামেন্টে নিন্দা প্রস্তাব

"উইঘুর মুসলিমদের হত্যায় মেতেছে চীন"; ব্রিটিশ পার্লামেন্টে নিন্দা প্রস্তাব

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে এ বিষয়ক প্রস্তাব পাস করেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস তোলেন প্রস্তাবটি। বলেন, গোপন ক্যাম্পগুলোয় নির্যাতন চালাচ্ছেন শি জিনপিং সরকার। জোরপূর্বক কাজে বাধ্য করছে সংখ্যালঘুদের। মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্পষ্ট। এরজন্য চীনকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করারও প্রস্তাব দেন নাইজেল। নিন্দা প্রস্তাবটি মানতে বাধ্য নয় ব্রিটিশ সরকার।

তবে ধারণা করা হচ্ছে, এর প্রভাব পড়বে চীন-যুক্তরাজ্য সম্পর্কে।

এদিকে গত মাসেই চীনের শীর্ষস্থানীয় ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো দেশটি।

Exit mobile version