Site icon Jamuna Television

ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করায় যুবক গ্রেফতার

মুহাম্মাদ রাজু।

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মুহাম্মাদ রাজু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন স্ট্যাটাস দেয়ায় আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে প্রেরণ করা হয়েছে। বেশ কিছুদিন যাবত রাজু তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী মিথ্যা ও ভুয়া বিভিন্ন স্ট্যাটাস প্রচার করে আসছে।

সম্প্রতি হেফাজত, বিএনপি ও লকডাউন ইস্যু নিয়েও সে নানাভাবে গুজব ও মনগড়া কথা প্রচার করছে। এমনকি ফেসবুকে তার স্ট্যাটাস থেকে সাংবাদিকরাও বাদ যাননি। এমতাবস্থায় তাকে আইনের আওতায় আনতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইলসহ রাজুকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুহাম্মাদ রাজু উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের উসমান মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version