Site icon Jamuna Television

ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দারের মৃত্যু

ইয়ুথ গ্রুপ, আইএফআইএলের চেয়ারম্যান ও ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার মনজু শুক্রবার বিকালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশিষ্ট এই শিল্পপতি শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, পেট্রোম্যাক্স রিফাইনারি. পেট্রোম্যাক্স এলপিজি, মিডল্যান্ড পাওয়ারের চেয়ারম্যানসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জড়িত ছিলেন।

তার গ্রুপের উদ্যোগে সম্প্রতি সন্দীপে জনগণের চিকিৎসার জন্য স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। শনিবার সকাল ৯টায় ধানমণ্ডি রোড-১২/এ, তাকওয়া মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রূপগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রেজাকুল হায়দার মনজু স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Exit mobile version