Site icon Jamuna Television

বিদেশ ফেরতদের ৫ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

প্রতীকী ছবি।

বিদেশ ফেরতদের ১৪ দিনের পরিবর্তে ৫ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যাদের ২ ডোজ টিকা নেয়া আছে ও নেগেটিভ সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করলেই চলবে।

এদিক সকাল থেকে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন রুটেও চলছে বিমানের ফ্লাইট।

শুক্রবার বিভিন্ন দেশে ২৬টি ফ্লাইট ছেড়ে যায়। বৃহস্পতিবার পর্যন্ত ৭১টি ফ্লাইটে ৩ হাজার ৬৫৮ জন ঢাকা ছেড়েছেন। আর এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৯৮৮ যাত্রী দেশে এসেছেন।

ঢাকায় আসা যাত্রীদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান বিমানবন্দর পরিচালক। একইসাথে অভ্যন্তরীণ ৬টি রুটে ৩২টি ফ্লাইট চলাচল করছে বলেও জানান তিনি।

Exit mobile version