Site icon Jamuna Television

টানা হারের পর জয়ের পথে ফিরেছে পাঞ্জাব

টানা হারের পর অবশেষে জয়ের পথ ধরেছে পাঞ্জাব। আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছে গেইলদের দল। এই জয়ের ফলে পয়েন্ট টেবেলির পাঁচে উঠে এসেছে পাঞ্জাব।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই আইপিএল মিশন শুরু করেছিলো তারা। পরের তিন ম্যাচ টানা হারতে হয়েছিলো পাঞ্জাবের। তবে আবারও ঘুরে দাঁড়িয়েছে তারা, আইপিএলের ১৭তম ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইকে ১৩১ রানে আটকে দেয় পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে এই রান সংগ্রহ করে মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

জবাবে, ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। ৭.২ ওভারে ৫৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৫ রানে আগারওয়াল ফিরলেও গেইলকে সাথে নিয়ে নির্ধারিত ওভারের ১৪ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন অধিনায়ক লোকেশ রাহুল। ৫২ বলে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার লোকেশ রাহুল। এছাড়া ৩৫ বলে ৪৩ রান করেন গেইল।

Exit mobile version