Site icon Jamuna Television

নতুন ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে

পাকিস্তানকে ৯৯ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে এটিই জিম্বাবুয়ের প্রথম জয়। গেল ১৫ ম্যাচে জয়হীন থাকা দলটি নিজেদের ১৬তম ম্যাচে জয় পেলো পাকিস্তানের বিপক্ষে।

শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১১৮ রান করে জিম্বাবুয়ে।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫৬ রানে মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও মোহাম্মদ হাফিজের উইকেট হারায় পাকিস্তান। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে একাই লড়াই করে যাচ্ছিলেন অধিনায়ক বাবর আজম।

তিন উইকেটে ৭৮ রান করা পাকিস্তানের জয়ের জন্য শেষ ২৫ বলে প্রয়োজন ছিল ৪০ রান। কিন্তু ৪৫ বলে ৪১ রান করে বাবর আজম আউট হওয়ার মধ্য দিয়ে বালির বাঁধের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

শেষ দিকে মাত্র ২১ রানে ৭ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ৯৯ রানে অলআউট হয় পাকিস্তান। ১৯ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে জিম্বাবুয়ে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামী রোববার হারারের এই মাঠেই অনুষ্ঠিত হবে।

Exit mobile version