Site icon Jamuna Television

মুক্তামনির অস্ত্রোপচার পুরোপুরি হয়নি

শরীরে জ্বর থাকায় রক্তনালীর টিউমারে আক্রান্ত শিশু মুক্তামনির দ্বিতীয় দফার অস্ত্রোপচার পুরোপুরি সম্ভব হয়নি।

সকালে অপারেশন শেষে এতথ্য দেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সকাল সাড়ে ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অস্ত্রোপচার সম্পর্কে চিকিৎসকরা জানান, মুক্তামনির হাতের কিছু অংশের টিস্যু অপসারণ সম্ভব হয়েছে। ঈদের পরে আবারও অস্ত্রোপচার করা হবে হবে বলে জানান তারা। পুরোপুরি সুস্থ্য হতে আরো ৪ থেকে ৫টি অস্ত্রোপচার করা প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। গত ১২ আগস্ট মুক্তামনির প্রথম দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

Exit mobile version