Site icon Jamuna Television

উইঘুর নিপীড়নকে ব্রিটিশ পার্লামেন্টের গণহত্যা হিসেবে স্বীকৃতিতে প্রতিক্রিয়া চীনের

চীনের উইঘুর নিপীড়নকে গণহত্যা স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিল পাসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

এ সিদ্ধান্তকে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ ও গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়া হয়েছে। জিনজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির মুখপাত্র জু গুইজিয়াং জানান, তথাকথিত প্রতিবেদন এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।
উইঘুর অঞ্চলে সেনা মোতায়েন সম্পর্কে জু গুইজিয়াং বলেন, গত চার বছর ধরে চলা সামরিক অভিযানের কারণেই সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে অঞ্চলটিতেও ফিরেছে স্থিতিশীলতাও। তাই কোনোভাবেই ধর্মের নামে সন্ত্রাসবাদ ছড়াতে দেয়া হবে না বলেও জানান তিনি।

Exit mobile version