Site icon Jamuna Television

দেড় কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি, আটকানোর অধিকার নেই সেরামের: পাপন

নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

অগ্রিম টাকা নিয়ে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সরকারের জোরালোভাবে কথা বলা উচিত বলে মনে করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

বেক্সিমকোর এমডি বলেন, সেরাম ইনস্টিটিউটকে দেড় কোটি ডোজের টাকা পরিশোধ করা হয়েছে। পাওয়া গেছে ৭০ লাখ ডোজ টিকা। বাকি ৮০ লাখ টিকা এখনও পাওয়া যায়নি।

টিকা পাওয়ার জন্য সরকারের জোরালোভাবে কথা বলা উচিত বলে মন্তব্য করেন নাজমুল হাসান পাপন বলেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে, সে অনুযায়ী টিকা দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। দেড় কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

পাপন বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু, সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকা আনার ব্যাপারে এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা।

Exit mobile version