Site icon Jamuna Television

শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ

ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের আজ জন্মদিন। ৪৮ এ পা দিলেন শচীন। তার জন্মদিনে নেমেছে শুভেচ্ছার ঢল। বিশেষ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মাস্টার ব্লাস্টার এর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে কমতি নেই তার ভক্তদের। ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাকে জানিয়েছে শুভেচ্ছা। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে বুমরাহ, রোহিত এবং শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার ভিডিওবার্তায় তাকে শুভকামনা জানিয়েছেন।

৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, শতরানের সেঞ্চুরি, ২০১টি আন্তর্জাতিক উইকেট এবং ৬টি বিশ্বকাপ খেলেছেন শচীন। ভারতের হয়ে দূর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন সবসময়। ২০১৩ সালের নভেম্বরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০তম টেস্ট ম্যাচ দিয়ে শেষ হয় তার যাত্রা। তবে সম্প্রতি রোড ফর সেইফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

Exit mobile version