Site icon Jamuna Television

জাতীয়ভাবে মাতৃভাষা দিবস পালনে বিল পাস অস্ট্রেলিয়ার পার্লামেন্টে

একুশে ফেব্রুয়ারি জাতীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিল পাস করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট। সোমবার এই সিদ্ধান্ত নেন দেশটির আইনপ্রণেতারা।

১৯৫২ সালে ভাষার জন্য প্রাণ দেয়ার বিরল ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে ২০০০ সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। সেই থেকে বিশ্বের অধিকাংশ দেশেই পালিত হয়ে আসছে দিনটি; অস্ট্রেলিয়াও যার ব্যতিক্রম নয়।

তবে এই বিল পাসের পর এখন থেকে জাতীয় পর্যায়েও দিবসটি পালিত হবে। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

Exit mobile version