Site icon Jamuna Television

রাজধানীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাজধানীতে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ উমামা বেগম কনক নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ওমর ফারুককে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

পুলিশ জানায় শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে উপর্যুপরি কুপিয়ে কনককে গুরুতর আহত করে ওমর ফারুক।

ডিওএইচএস কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত ১২টায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। ভোর পৌনে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় কনকের মৃত্যু হয়।

পুলিশ জানায়, তাদের দুটি ছেলে-মেয়ে আছে। কনকের বড় মেয়ে ‘ও লেভেল’ এবং ছেলে ৩য় শ্রেণির শিক্ষার্থী।

Exit mobile version