Site icon Jamuna Television

দু’দিন ধরে রংপুর মেডিকেলের মর্গে জমজ নবজাতকের মরদেহ!

দু'দিন ধরে রংপুর মেডিকেলের মর্গে জমজ নবজাতকের মরদেহ!

অভিভাবকের ঠিকানা না জানায় দু’দিন ধরে রংপুর মেডিকেলের মর্গে পড়ে আছে জমজ নবজাতকের মরদেহ।

রেজিষ্টার অনুযায়ী ২২ এপ্রিল বিকেলে পীরগঞ্জের মানিক নামের এক ব্যক্তি ওই দুই নবজাতকে হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে দুই শিশুকে ৯ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেদিনই মারা যায় নবজাতক দুটি। এরপরই পালিয়ে যায় অভিভাবক পরিচয় দেয়া ঐ ব্যক্তি।

পুলিশ বলছে, রেজিষ্টারে পূর্ণাঙ্গ ঠিকানা কিংবা মোবাইল নম্বর না থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন। ভর্তি স্লিপে পীরগাছা লেখা এবং সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে অভিভাবকের সন্ধানে কাজ চলছে।

Exit mobile version