Site icon Jamuna Television

একসাথে ৩ লাখের বেশি মোমবাতি প্রজ্বলন করে নতুন রেকর্ড গড়লো থাইল্যান্ডের

একসাথে ৩ লাখের বেশি মোমবাতি প্রজ্বলন করে নতুন রেকর্ড গড়লো থাইল্যান্ডের

একসাথে ৩ লাখের বেশি মোমবাতি প্রজ্বলন করে নতুন রেকর্ড গড়লো থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির। ধরিত্রী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে ছিলো ব্যতিক্রমী উদ্যোগ।

পাথাম থানি প্রদেশে, আন্তর্জাতিক বুদ্ধিস্ট নেটওয়ার্কের সাথে যৌথভাবে আয়োজনটি করে- ধর্মকায়া মন্দির। গিনেস রেকর্ড বইয়ে নাম তোলার জন্য প্রায় তিন লাখ ৩০ হাজার মোমবাতির আলোয় ফুটিয়ে তোলা হয় ধ্যানমগ্ন ভিক্ষুর অবয়ব। স্লোগান ছিলো ‘মন পরিস্কার করো-পৃথিবী পরিস্কার করো’।

আয়োজকরা বলছেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে মনের পরিশুদ্ধি জরুরি। ২২ এপ্রিল জাতিসংঘের ঘোষিত ধরিত্রী দিবস।

করোনা পরিস্থিতিতে ধরিত্রী দিবসের ভার্চুয়াল প্রার্থনায় যোগ দেন বৌদ্ধ ভিক্ষুরা। পরিবেশ সুরক্ষায় জন্য।

Exit mobile version