Site icon Jamuna Television

জয়পুরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।

শনিবার দুপুরে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী নর্দানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার ভাটারা গ্রামের আজিজার রহমানের ছেলে লিমন হোসেন (২৫) ও একই গ্রামের রনি হোসেন (২৮)।

ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মোটরসাইকেলের চালক লেমন তার সহযোগী রনিকে নিয়ে গরু কেনার উদ্দেশে জয়পুরহাটের নতুনহাট আসছিলেন। পথে বটতলী নর্দান মোড়ে জয়পুরহাট থেকে ক্ষেতলাল বিপরীতগামী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি থানায় আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version