Site icon Jamuna Television

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম স্মরণে ইফতার বিতরণ

দেশের খ্যাতনামা শিল্পপতি, যমুনা গ্রুপের কর্ণধার, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম স্মরণে এতিমখানা ও দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় দৈনিক যুগান্তর পরিবার গাজীপুরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তরের গাজীপুরের স্টাফ রিপোর্টার আবুল কাশেমের সভাপতিত্বে এবং শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মরহুমের প্রতি কৃতজ্ঞতা ও তার আত্মার মাগফিরাত কামনা করে সবার প্রতি দোয়া চেয়েছেন বক্তারা। আলোচনা শেষে মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি শফিকুল ইসলাম। পরে স্থানীয় রুদ্রপুর এতিমখানা, ভবানীপুরের একটি বস্তি ও হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকার পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইউএইচ/

Exit mobile version