Site icon Jamuna Television

টিকার প্রথম ডোজেই কমে করোনা সংক্রমণের ঝুঁকি

টিকার প্রথম ডোজেই কমে করোনা সংক্রমণের ঝুঁকি

দুটি ডোজ, অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজারের যেকোনো একটি টিকার প্রথম ডোজ নেয়ার পরই করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেশ কমে যায়।

ব্রিটিশ সংস্থা দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস, ON, এবঙ ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

যুক্তরাজ্যের ৩ লাখ ৭০ হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই গবেষণা করা হয়। এতে দেখা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজার-বায়োএনটেকের প্রথম ডোজ টিকা নেয়ার পর মানুষের মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ৬৫ শতাংশ কমে গেছে। আর উপসর্গবিহীন করোনার সংক্রমণ কমেছে ৫৭ শতাংশ। শুধু তাই নয়, প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বেশি হলে এর কার্যকারিতাও বেশি হয়ে বলে পাওয়া গেছে গবেষণায়।

Exit mobile version