Site icon Jamuna Television

ইরাকে কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ২৭ রোগীর মৃত্যু

ইরাকের রাজধানী বাগদাদে কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন ২৭ রোগী। শনিবারের এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৪৬ জন।

স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ইবনে খতিব হাসপাতালে ঘটে এই অগ্নিকাণ্ড। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডজন খানেক অ্যাম্বুলেন্স। জরুরি চিকিৎসা নিতে থাকা ১২০ রোগীকে সরানো হয় আশপাশের তিনটি হাসপাতালে। রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

কয়েক দশকের যুদ্ধ-সহিংসতা ও নিষেধাজ্ঞায় ভেঙ্গে পড়েছে দেশটির স্বাস্থ্য অবকাঠামো। তার ওপর মহামারি তৈরি করেছে বাড়তি চাপ। ইরাকে করোনায় মোট প্রাণহানি ১৫ হাজারের ওপর; সংক্রমিত সোয়া লাখের বেশি।

Exit mobile version