Site icon Jamuna Television

স্পেনে ইচ্ছাকৃতভাবে কোভিড সংক্রমিত করার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি

স্পেনে ২২ সহকর্মী বন্ধুকে ইচ্ছাকৃতভাবে কোভিড সংক্রমিত করার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার মায়োরকা শহরের পুলিশ জানায় এ তথ্য।

৪০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, প্রচণ্ড হাঁচি-কাশি এবং ১০৪ ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও অফিস করছিলেন তিনি। করোনা সংক্রমিত হয়েও নিয়মিত যাচ্ছিলেন জিমে। মাস্ক না পড়েই সহকর্মী-বন্ধুদের লক্ষ্য করে ক্রমাগত হাঁচি-কাশিও দেন।

ওই ব্যক্তি বারবার বলেন, সবাইকে সংক্রমিত করাই তার উদ্দেশ্য। কয়েকদিনের মধ্যেই সংস্পর্শে থাকা ৫ সহকর্মী এবং জিমের তিন বন্ধু আক্রান্ত হন করোনায়। একইসাথে শিশু’সহ তাদের পরিবারের ১৪ সদস্য সংক্রমিত হন।

অবশ্য কারো শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয় এমনটা নিশ্চিত করেছে স্প্যানিশ পুলিশ।

Exit mobile version