Site icon Jamuna Television

প্রথম বিদেশ সফরেই নিন্দার মুখে পড়লেন মিয়ানমারের সামরিক জান্তা

প্রথম বিদেশ সফরেই নিন্দার মুখে পড়লেন মিয়ানমার জান্তা প্রধান মিন অং লাইং। শনিবার, অবিলম্বে প্রাণঘাতী সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করে আঞ্চলিক জোট- আসিয়ান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ডাকা হয় জরুরি সম্মেলন। দু’ঘণ্টার আলোচনায় জান্তা প্রধানকে নিন্দা-সমালোচনায় কোনঠাসা করেন জোটের নেতারা। বলেন- মিয়ানমারের বর্তমান পরিস্থিতি অগ্রহণযোগ্য। সহিংসতা চলতে থাকলে; কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে আসিয়ান। একইসাথে, রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’সহ বন্দিদের নিঃশর্ত মুক্তির তাগিদ দেন আঞ্চলিক নেতৃবৃন্দ। অবস্থা পর্যবেক্ষণে জোট প্রতিনিধিদের মিয়ানমারে প্রবেশাধিকার দেয়ারও আহ্বান জানানো হয়। ফেব্রুয়ারির ১ তারিখ, সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ৭৬৮ জনের। বন্দি ৩ হাজারের বেশি।

Exit mobile version