Site icon Jamuna Television

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর আরমানিটোলার হাজি মুসা ম্যানসনে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ২০ জনের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে ৫ জন মারা গেলো।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন সাফায়েত নামের ওই ব্যক্তি। তার অবস্থা সংকটাপন্ন ছিল। আহত ২০ জনের মধ্যে আইসিইউ’তে ভর্তি ছিলেন চারজন। তাদের মধ্যে একজন মারা গেলেন। বাকিদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে হাজি মুসা ম্যানশন নামের ছয়তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মারা যান চারজন।

ইউএইচ/

Exit mobile version