Site icon Jamuna Television

নিশ্চিত ড্র’র দিকেই এগুচ্ছে পাল্লেকেলে টেস্ট

নিশ্চিত ড্র’র দিকেই এগুচ্ছে পাল্লেকেলে টেস্ট। পঞ্চম ও শেষদিনের খেলা চলছে। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে এখনও ব্যাট করছে শ্রীলঙ্কা; লিড নিয়েছে তারা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৫৮৪ রান।

পাল্লেকেলে স্টেডিয়ামে ৩ উইকেটে ৫১২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ও ধানাঞ্জায়া ডি-সিলভা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা করুনারত্নে দিন শুরু করেন ২৩৪ রানে, আর ধানাঞ্জায়া ডি সিলভা ১৫৪ রানে। শেষপর্যন্ত ১৬৬ রান করা ধানাঞ্জায়াকে বোল্ড করেন তাসকিন। ভাঙ্গে ৩৪৫ রানের বিশাল জুটি। এরপর ২৪৪ রান করা দিমুথ করুনারত্নকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তাসকিন। আর ১২ রান করা পাথুম নিশানকাকে ১২ রানে ফেরান এবাদত হোসেন।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ইনজুরিতে পড়ায় এই টেস্টের বাকি অংশে আর বল করতে পারবেন না শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারা।

ইউএইচ/

Exit mobile version