Site icon Jamuna Television

দক্ষিণাঞ্চলে কমেনি ডায়রিয়ার প্রকোপ

এখনও কমেনি দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ। রোগী আসছে, হাসপাতালের ওয়ার্ডে বাড়ছে চাপ।

আজও বরিশাল, ভোলা, বরগুনাসহ অন্য জেলাগুলোয় রোগী ভর্তি হচ্ছে। ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের রাখা হয়েছে বারান্দায়। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন তারা। দেখা দিয়েছে প্রয়োজনীয় স্যালাইনের সংকট।

চিকিৎসকরা বলছেন, করোনার মধ্যে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ নতুন করে ভাবাচ্ছে তাদের। রোগীর চাপ সামাল দিতে তাদের হিমশিম দশা। সদর হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে।

Exit mobile version