Site icon Jamuna Television

ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ অফ্রিকার ক্রিকেটার বিয়র্ন ফরচুইন

স্ত্রীর পথ অনুসরণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরচুইন। সম্প্রতি তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার নিজেই। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছে ইমাদ।

নিজের ইচ্ছায় তিনি ধর্মান্তরের কাজটি করেছেন বলে জানা গেছে। তার স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ২৬ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

Exit mobile version