Site icon Jamuna Television

কবি সামতান রহমানের নতুন বই

গতবছর তরুণ কবি সামতান রহমানের ‘অন্ধ রাখালের চোখ’ গ্রন্থটি সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছিল। যেখানে কবিতায় একজন অন্ধ রাখালের জবানীতে উঠে এসেছিল চিরন্তর ভাবনা ও সাম্প্রতিক প্রসঙ্গের আভাস। এবার অমর একুশে গ্রন্থ মেলায় বের হচ্ছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘হর্সলুক পার্লার’ । প্রকাশক : তিউড়ি, বিনিময় মুল্য : ২০০ টাকা।

এখানে স্থান পাওয়া কবিতাগুলো বিগত এক বছরে লেখা। প্রথম কাব্যগ্রন্থের সিরিয়াস ভাবধারা ভেঙে এই বইয়ে চরম কৌতুকময় হয়ে উঠেছেন সামতার। তিনি এটিকে বলছেন কবিতা/স্যাটায়ার কবিতা/ইন্টেলেকচুয়াল কমেডি বা অন্য কিছু…। কবি যাই বলুন না কেনো, ভাষার রসবোধে এখানকার কবিতাগুলো সময়, পরিবেশ ও তার উপাদান অর্থে মানুষকে ভিন্নভাবে দেখার উস্কানি দেবে। বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাইলেও হেয়ালিপূর্ণ জবাব দেন সামতান। তিনি বলেন- বইটিতে সার্বিক স্থিতি গতি ও পরিস্থিতির অবস্থা, অবস্থান ও আয়নাগিরি থাকায়; প্রকাশের ক্ষেত্রে নিকট অগ্রজ (বয়সে) ও সমসাময়িকদের মধ্য থেকে একটা বড় অংশের নিরব অথচ প্রভাববিস্তারি প্রতিবন্ধকতা অনুভব করেছি, করছি!

Exit mobile version