Site icon Jamuna Television

অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পেলো বাংলাদেশ

টেস্ট মানেই হতাশা। সেই হতাশা থেকে কিছুটা স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশের।

তবে শেষ সিরিজে এসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্যান্ডি টেস্ট ড্র করে এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের। তারপরও এই টেস্টে বাংলাদেশের যতটা আক্রমণাত্মক থাকার কথা ছিলো তার কোন ছোঁয়াই পাওয়া যায়নি টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স।

প্রথম ইনিংসে শান্ত ও মুমিনুল সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে আবারও সেই পুরনো চেহারায় রূপ নিলেন শান্ত। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করা হয় ৬৪৮ রানে।

১০৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা শান্ত শূন্য ও সাইফের এক রানে প্যাভিলিয়নের পথ ধরায় বিপাকে পরে বাংলাদেশ। পরে আস্তে ধীরে ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের দুই ব্যাটার তামিম ইকবাল ও মামুনুল হক।

Exit mobile version