Site icon Jamuna Television

করোনা টিকার প্রথম ডোজ প্রয়োগ বন্ধ

মজুদ স্বল্পতায় আপাতত বন্ধ থাকছে করোনা ভ্যাকসিনের (টিকা) প্রথম ডোজ প্রয়োগ। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন করে কাউকে টিকা দেয়া হবে না। তবে যারা প্রথম ডোজ দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি থাকরেও তৃতীয় চালানের টিকা দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে দেশে টিকার কাঙ্ক্ষিত প্রয়োগে বাধা পড়ে।

এদিকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর ১৩তম দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন ১ লাখ ৮৭ হাজার ৩২১ জন। এর মধ্যে রাজধানীতে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ২৭ হাজার ৩৭৬ জন।

Exit mobile version