Site icon Jamuna Television

বিপিএল ফুটবলে অংশ নিচ্ছে না ঢাকার তিন ক্লাব

করোনার কারণে পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। লিগের সময় নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল। তবে এই সময় লিগ অনুষ্ঠিত হলে সেখানে অংশ গ্রহণ করতে ইচ্ছুক নয় দেশের বেশ কয়েকটি ক্লাব।

তাই আনুষ্ঠানিক ভাবে বাফুফেকে চিঠি দিয়েছে দেশের সেরা তিন ক্লাব। এর আগে লিগ কমিটির ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ছিলো দেশের চার ক্লাব।

সেসব ক্লাবের মধ্যে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা ও আরামবাগ ২৫ এপ্রিল বাফুফেকে দেওয়া চিঠিতে বলেছে ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া লিগের খেলায় তাদের অংশগ্রহণ সম্ভব নয়। তবে চতুর্থ ক্লাব উত্তর বারিধারার অবস্থান জানা যায়নি এখনও।

তবে বাফুফেকে দেওয়া চিঠিতে ক্লাবগুলো দাবি করেছে, লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ পর খেলা শুরুর বিষয়ে দাবি জানিয়েছিলো এই চার ক্লাব।

Exit mobile version