Site icon Jamuna Television

কোভিড সংকটে ভারতের পাশে থাকার ঘোষণা বাইডেনের

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের একটি টুইটকে রিটুইট করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, মহামারির প্রথম দিকটায় আমাদের হাসপাতালগুলোতে যখন জরা ছড়িয়ে পড়ছিলো ঠিক সেই সময় ভারত আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো। তাইতো আমরা প্রয়োজনের এই সময়ে ভারতকে সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আজ সোমবার (২৬ এপ্রিল) টুইটে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা লিখেন।

জ্যাক স্যালিভান জো বাইডেনের রিটুইটের দু’ঘণ্টা আগে টুইট করে জানান, ভারতে কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণের বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে কথা হলো। আগামী দিনগুলোতে আমরা একটি ঘনিষ্ঠ যোগাযোগে থাকতে সম্মত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের জনগণের সাথে সংহতি জানায় এবং আমরা সেখানে আরও সাপ্লাইজ ও রিসোর্সেস পাঠাচ্ছি।

উল্লেখ্য, ভারতে প্রতিদিন করোনায় নতুন আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছেই। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন যা ২৪ এপ্রিলে ছিলো ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন; গত ২৫ এপ্রিল করোনায় ভারতে নতুন করে মারা গেছে ২৮০৬ জন যেখানে ২৪ এপ্রিল মারা যান ২৭৬১ জন।

Exit mobile version