Site icon Jamuna Television

মাদক চোরাকারবারী আটকের দৃশ্য লাইভে দেখলো আলবেনিয়াসহ গোটা পৃথিবী

আলবেনিয়ায় এক মাদক চোরাকারবারীকে আটক অভিযানের নাটকীয় দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (২৫ এপ্রিল) রাজধানী তিরানায় হয় এ ঘটনা।

শহরের বিভিন্ন স্থানে তিনটি গাড়ির সাথে সংঘর্ষের পর বিধ্বস্ত গাড়ি নিয়ে স্ক্যান্ডারবার্গ স্কয়ারে ঢুকে যায় ওই ব্যক্তি। থামানোর চেষ্টা করে নিরাপত্তা বাহিনীসহ স্থানীয়রা। তবে এলোপাতাড়িভাবে গাড়ি চালাতে থাকে ৩২ বছর বয়সী সেই চোরাকারবারী। তাকে থামাতে চলন্ত গাড়ির জানালা দিয়ে লাফিয়ে ঢুকে যায় একজন। অবশেষে বাগে আনা সম্ভব হয় আসামিকে।

আলবেনিয়ার নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর মূল স্কয়ারে উপস্থিত ছিল বহু গণমাধ্যমের কর্মী। তাদের ক্যামেরায় লাইভ প্রচারিত হয় এ ঘটনা।

Exit mobile version